Single Shows

Arabya Rajani

আরব্য রজনী

7:30 pm - 8:00 pm | Mon - Sat

প্রেমে প্রত্যাঘাত পেয়ে, সুলতান শাহরিয়ার মনে করেন সকল মহিলাই সমান: অসৎ, বিশ্বাসঘাতক। শাহরিয়ার মনস্থির করে প্রতিরাতে একটি করে নিকাহ করবেন এবং সূর্যোদয়ের সাথেই তার স্ত্রীর গর্দান নেবেন। তিনি ভেবেছিলেন এইভাবেই তার রাজ্যকে পাপমুক্ত করবেন তিনি। শাহরিয়ারের উজীরের কন্যা ছিল সাচেহেরাজাদে। সুলতানের এই হত্যাকারী মনোবৃত্তি শেষ করতে সাচেহেরাজাদে একটি কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজে সুলতানের সাথে নিকাহ করে। সুলতানের সাথে তার বিয়ের রাতে সে শুরু করে গল্প বলা যেটা শেষ হওয়ার আগেই সূর্যোদয় হয়ে যায়। গল্পটা এমন জায়গায় নিয়ে গিয়ে থামে সেই যে বাকি গল্পটা শোনার জন্য আঁধারে আগ্রহে সুলতান একদিন করে তার গর্দান নেওয়া পিছিয়ে দেয়। সচেহেরাজাদের এই অসংখ্য গল্পের মধ্যে রয়েছে আলিবাবা ও চল্লিশ চোর, রোমাঞ্চকর আলাদিন ও তার জাদুই জিনি, সিন্দবাদের যাত্রার রোমহর্ষক গল্পও।

Related Shows More Click here to see more