আমরা সবসময়েই একজন আদর্শ মেয়ে, আদর্শ বউ, আদর্শ বউমা অথবা আদর্শ মায়ের গল্প শুনি। কিন্তু এই গল্পটা একদমই আলাদা। এই কাহিনির বিন্যাস হয়েছে এমন এক মানুষকে কেন্দ্র করে যে একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী এবং আদর্শ জামাই। রণো রায়চৌধুরী যাকে স্বামী হিসেবে পাওয়া যেকোনও মেয়েরই স্বপ্ন। যত্নশীল, অনুভূতিপ্রবণ, রোম্যান্টিক এবং অবশ্যই সুদর্শন রণো প্রেমে পড়ে দুর্গাপুরের মেয়ে রাধার। খুব সাধারণ এক মেয়ে রাধা, যে স্বপ্ন দেখে যে একদিন তার জন্য গর্বিত হবে তার মা-বাবা। ভালোবাসায় বিশ্বাসী রাধা তার প্রেমিক আবিরের দ্বারা প্রতারিত হয়। তবু সে বিশ্বাস করে প্রেম এবং বিয়ে জীবনে একবারই হয় । রাধার জীবনের একমাত্র ভালোবাসা শুধুমাত্র আবিরই। তবু ঘটনাচক্রে বিয়ে হয় রণোর সাথে। কাছাকাছি আসে রণো আর রাধা। শুরু হয় এক অবিশ্বাস্য প্রেমের গল্প। সংসারের সব সুখ দিয়ে রাধাকে ভরিয়ে দেয় রণো কিন্তু রাধা কিছুতেই ভুলতে পারে না তার অতীত। রাধা আর রণোর সদ্যপাতা সংসারে যদি ফিরে আসে অতীতের ছায়া তাহলে কী হবে তখন?