Single Shows

Manasa

মনসা

7:00 pm - 7:30 pm | Mon - Sat

এই পৌরাণিক কাহিনী তুলে ধরে সর্প দেবী মনসা জীবন যুদ্ধ। মনসা খুব দুঃখী এবং রাগী এক দেবী বলে মানা হয়। পিতা দেবাদিদেব মহাদেব অস্বীকৃতি, স্বামী জরৎকারু বঞ্চনা ও মাতা চন্ডীর রোষ এবং দুর্ব্যবহার তার এই স্বভাবের মূল কারণ। দেবগন ও মনসাকে দেবী রূপে পুজো পাওয়ার পথে বাঁধার সৃষ্টি করে। প্রতিপদে, মনসা পিতৃতন্ত্রের শিকার হয়ে ওঠে। মনসার এই কাহিনী তার নিজেকে মহাদেবের যোগ্য কন্যা হিসেবে পরিচয় পাওয়ার যাত্রাকে কেন্দ্র করে। শুধু মহাদেব কন্যাই নয়, দেবলোকই নিজের স্থান গোড়ে তোলারও কাহিনী এটা। দেবীত্ব স্থাপনের লড়াইতে সে মুখোমুখি হয় শিবভক্ত চাঁদ সওদাগরের। চাঁদের হাতে পুজো লাভ করলেই সেই পাবে দেবীর মর্যাদা। আর শুরু হয় ভক্ত আর ভগবানের যুদ্ধ, একজন পুজো পাওয়ার জন্য, আর একজন কিছুতেই মাথা নত করে পুজো না করার জন্য।

Related Shows More Click here to see more