মঙ্গলচণ্ডী
চণ্ডীমঙ্গলকাব্য-এর বণিক খণ্ড থেকে এই কাহিনি গৃহীত হয়েছে… স্বামী মহাদেব যেমন ত্রিলোকে সমানভাবে পূজিত হন তেমনই মর্ত্যে নিজের মহিমা আর ভক্তের আরও প্রসার হোক, এই হল দেবী চণ্ডীর ইচ্ছা… সমাজের কিছু অংশের কাছে পূজা অর্জনের পর দেবী চণ্ডীর লক্ষ্য উচ্চবিত্ত এবং ক্ষমতাশালী মানুষের পূজালাভ… এই ইচ্ছাপূরণ করতে দেবী চণ্ডী বেছে নেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত ক্ষমতাশালী ধনপতিকে… দেবীর পরিকল্পনাতেই চণ্ডীভক্ত দরিদ্র খুল্লনার বিবাহ হয় ধনপতির সাথে… কাহিনি এগোতে থাকে খুল্লনার যাত্রাকে কেন্দ্র করে… খুল্লনা নিজেও জানে না যে সে দেবীর মহিমাপ্রচারের লীলাখেলার প্রধান ঘুঁটি… সে সবচেয়ে ক্ষমতাশালী ধনী বণিকের দ্বিতীয় স্ত্রী এবং সে একজন মা যে দেবী চণ্ডীর লীলামাহাত্ম্য প্রচারের প্রধান ও অন্যতম অস্ত্র